শিলিগুড়িতে ৩০ টাকার লটারিতে কোটিপতি গঙ্গারামপুরের দিনমজুর তপন!

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 | ৫ই আগস্ট,দক্ষিণ দিনাজপুর ———————-
মাত্র ৩০টাকার লটারি বদলে দিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চলুন গ্রাম আশ্রমবাজারের দিনমজুর তপন রায়ের জীবন। শিলিগুড়ির মাটিগাড়ার এক আটার মিলে দিনমজুরের কাজ করার সময়,গত ১আগস্ট নাগাল্যান্ডের ডিয়ার কোম্পানির একটি ৬ সিরিজের ৩০ টাকা দিয়ে লটারি কিনেছিলেন তিনি। আর সেখানেই লেগে যায় তাঁর কপাল।লটারিতে বিপুল পুরস্কার জিতে তপন ফিরে আসেন নিজের বাড়ি গঙ্গারামপুরে।সোমবার রাতে গঙ্গারামপুর থানায় গিয়ে লটারি টিকিট দেখিয়ে সাধারণ ডায়েরিও করেন তিনি।
তপনের পরিবারে রয়েছেন তাঁর বাবা বিপুল রায়, মা শোভা রায়, ঠাকুমা, দাদু ও লালমনিরায়।মাটির একখানা ঘরে দুইটি রুমেই দীর্ঘদিন ধরে কষ্টে বসবাস করতেন তাঁরা।বিগত সাত বছর ধরে বাবার সঙ্গে শিলিগুড়িতে গিয়ে আটার মিলে দিনমজুরের কাজ করতেন তপন।
কোটিপতি হওয়ার পর আবেগে তপন জানান, “ভালো বাড়ি করব,জমি কিনে চাষ করব,আর দিনমজুরি করতে হবে না। পরিবারকে আর কষ্টে থাকতে হবে না। প্রশাসনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।”
তপনের বাবা বিপুল রায় বলেন,”ছেলের এই জয়ে আমাদের দুঃখের দিন শেষ হল।এখন আর চিন্তা নেই।”
তপনের প্রতিবেশী বিশ্বজিৎ দাস বলেন,”পরিবারটা সত্যিই বেঁচে গেল এমন পুরষ্কার পাওয়ায়।”
গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জানান,”ওই যুবককে সবরকম সহযোগিতা করা হয়েছে প্রশাসনের তরফে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *