শিলিগুড়ি :— শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র,গ্রেফতার ২।সন্দেহজনকভাবে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে দুই যুবক ঘোরাঘুরি করছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকার চাঁদমুনি এলাকায়।গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ।চাঁদমনি চামটা ব্রিজ এলাকায় সন্দেহজনক ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাদের হেফাজত থেকে মেলে একটি ওয়ান সাটার রিভলভার এবং একটি তাজা কার্তুজ।পুলিশ ওই দুই যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে থানায় নিয়ে আসে।ধৃতদের নাম তাসী তামাং এবং হর্স কুমার তামাং।ধৃত তাসি তামাং এর বাড়ি জোরথাং এবং হর্স কুমার তামাং এর বাড়ি কিশানগঞ্জে।পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃতরা ওই আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে এসেছিল।ধৃত ওই দুই যুবক কাকে ওই আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে এসেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্ত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করছে মাটিগাড়া থানার পুলিশ।

