শিলিগুড়িতে আবার এটিএম লুটের চেষ্টা।এবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা।দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার ভালুগাড়া এলাকায় একটি এটিএম লুট করার চেষ্টা করছিল চারজন দুষ্কৃতী।বিষয়টি নজরে আসে এক ব্যক্তির।তিনি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করেন।একটি সাদা রংয়ের ছোট গাড়িতে এসেছিল দুষ্কৃতীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেতেই পালায় দুষ্কৃতীরা।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর এবং দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।দার্জিলিং জেলা পুলিশের খড়িবারি থানার পুলিশ তদন্তে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,দুষ্কৃতীরা এটিএম লুট করতে পারেনি।তবুও ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।ব্যাংক কর্তৃপক্ষ এসে সমস্ত কিছু খতিয়ে দেখে জানাই এটিএম লুট করতে পারেনি দুষ্কৃতীরা।গতকালই ওই এটিএম এ ৫লক্ষ টাকা ঢালা হয়েছিল।আর আজ ভোররাতে ওই এটিএমে অপারেশন চালায় দুষ্কৃতীরা।বর্তমানে দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

