। ৭০ হাজার টাকার কথা শোনাতে খুশি হয়েছেন ক্লাব কর্তৃপক্ষরা। এর পাশাপাশি এন্টি রেগিং হেল্প লাইনের শুভ উদ্বোধন করলেন।
শারদীয়া উৎসব উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সমস্ত ব্লক অফিসে কনফারেন্স হলে পুজো কমিটির সদস্যদের সামনে 70 হাজার টাকা করে ক্লাব কর্তৃপক্ষদের দেওয়া হবে বলে ঘোষণা করলেন। এদিনের এই ঘোষণা হবার পর থেকেই ক্লাব কর্তৃপক্ষদের মুখে ফুটেছে হাসি। প্রথমে পুজো করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ হাজার টাকা করে ক্লাব করতে পক্ষদের দিতে শুরু করেছিলেন। ধীরে ধীরে সেটি ৭০ হাজার টাকা এবারে ক্লাব কর্তৃপক্ষদের দেওয়া হবে পূজো করবার জন্য। পাশাপাশি কলেজ পড়ুয়াদের সুবিধার্থে চালু করা হলো এন্টি রেগিং হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারটি হল 1800 3455678 । এই নাম্বার এর মাধ্যম র্যাগিং এর সম্পর্কে অভিযোগ করতে পারবেন। এদিনের এই ভিডিও কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জয়েন্ট ভিডিও আরিত্র দালুই, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ বংশীহারী ব্লক এলাকার ক্লাব কর্তৃপক্ষরা।
এই বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন আজকের মূলত উদ্দেশ্যটি ছিল শারদীয়া উৎসব উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষদের কত টাকা করে দেওয়া হবে সেটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। ক্লাব কর্তৃপক্ষদের ৭০ হাজার টাকা করে দেওয়া হবে শোনে খুশি হয়েছেন ক্লাব কর্তৃপক্ষরা। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চালু করা হলো এন্টি রেগিং হেল্পলাইন নাম্বার।

