মালদা:-। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পানীয় জলের অপচয় রুখতে রাজ্য প্রশাসনকে সতর্কবার্তা দিয়েছে। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পৌঁছে গিয়েছে প্রতিটি জেলায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে এবারে রাস্তায় নেমে নজরদারি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। শহরের অলিগলির রাস্তায় মজুত থাকা ট্যাপ কলগুলির থেকে যত্রতত্র জল পড়ে অপচয় হচ্ছে কিনা সে ব্যাপারেও বিশেষভাবে নজরদারি চালাবে পুরসভা। এছাড়াও শহরের নাগরিকদের প্রতিটি বাড়িতে কি পরিমান জল খরচ করা হচ্ছে, তারও একটি রিপোর্ট সংগ্রহ করবে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ।
ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি এলাকায় রাস্তার ধারে ট্যাপ কল রয়েছে। পুরসভার নিয়ম করেই সেইসব ট্যাপ কলে জল আসলেই ব্যবহার করেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য, অধিকাংশ সময় রাস্তার ধারে ট্যাপকলের মুখ খারাপ হয়ে থাকছে। ফলে অনর্গল জল অপচয় হচ্ছে। এব্যাপারে পুরসভাকে নজর দেওয়া উচিত।

