মালদা :————— শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকান্ড, অগ্নি কাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত ওষুধের দোকান। বুধবার ক্ষতিগ্রস্ত ওষুধের দোকান পরিদর্শনে গেলেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি দল, ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে থাকার পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দিল গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষ।
উল্লেখ্য, মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রয়েছে একটি ওষুধের দোকান। গত রবিবার বিকালে সেই ওষুধের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট-সার্কিট এর কারনেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান দোকান মালিকের। সেই বিকালে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে কি নিয়ন্ত্রণে আনলেও আগুনের লেলিহান শেখায় ওষুধের দোকানে মুজুত থাকা প্রায় লক্ষাধিক টাকার ওষুধ আগুনে পড়ে ভষ্মীভূত হয়ে যায়। গোটা ঘটনায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে দোকান মালিক মোজাহারুল ইসলাম। আজ দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই ক্ষতিগ্রস্ত ওষুধের দোকান পরিদর্শনে যান পঞ্চায়েত কতৃপক্ষ। পঞ্চায়েতের পক্ষ থেকে দোকান মালিকের পাশে দাঁড়ানো হয়, এবং এবং সরকারি সাহায্যের আশ্বাস প্রদান করা হয়।

