মালদা, ১৬ জুন :—————–
সম্প্রতি ২০২৪ লোকসভার নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আবারও উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপির প্রার্থী খগেন মুর্মু। তিনি দ্বিতীয় বারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে গাজোল জুড়ে বিজয় মিছিল উৎসবে সামিল হলেন। শনিবার রাত্রিতে গাজোলে বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে নতুন সংসদকে সংবর্ধনা দেওয়া হয়। শুধু তাই নয়, এদিন খগেন মুর্মু ভোটারদের কৃতজ্ঞতা জানান। তারপর গাজোলের এক বেসরকারি লজ থেকে ব্যান্ড বাজিয়ে একে অপরকে আবির নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপির কর্মীরা। উপস্থিতি
উত্তর মালদহের সাংগঠনিক জেলার সভাপতি উজ্বল দত্ত, গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা।
খগেন বলেন, আমি খুবই আনন্দিত। গাজোলের মানুষ এবারও আমাদের আশীর্বাদ করেছেন। বিজয় মিছিল এবং ভোটারদের কৃতজ্ঞতা জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

