শনিবার রাতে মালদার ইংরেজ বাজার থানার বাঁধা পুকুর এলাকায় নৃশংস ভাবে দুজন খুন হয়। পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা। গ্রামে এমন খুনের ঘটনা এর আগে হয়নি। এমনকি খুনে অভিযুক্ত ব্যক্তিরও মৃত্যু হয়। তবে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার বাঁধাপুকুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা। প্রায় শতাধিক মহিলা পুরুষ একদিন পথ অবরোধে সামিল হন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। গ্রামবাসীদের পথ অবরোধের ঘটনা ছড়িয়ে পড়ে এলাকায় রাস্তায় যান চলাচল প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। যদিও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির স্বাভাবিক করে ইংরেজ বাজার থানার পুলিশ

