লাগাতার কয়েকদিন ধরে নিম্ন চাপের কারণে সমস্যায় পড়েছে মৃৎশিল্পীরা।হাতে আর কয়েকদিন তার পড়েই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর দূর্গা পূজা উপলক্ষ্যে কুমার টুলিতে বেজায় ব্যস্ত মৃৎশিল্পীরা।এক প্রকার রাত দিন এক করে প্রতিমা নির্মাণ করতে ব্যস্ত। কিন্তু কয়েকদিন ধরে নিম্ন চাপের কারণে বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছে মৎশিল্পীরা।কিভাবে প্রতিমা নির্মাণের কাজ সম্পন্ন করবে তা নিয়ে চিন্তিত মৃৎশিল্পীরা।এমনি চিত্র দেখা গেলো কালিয়াগঞ্জের কুমারটুলিতে।মৃৎশিল্পীরা বলেন সব ঠিক ছিলো কিন্তু নিম্ন চাপের কারণে মঙ্গলবার থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে ফলে তাদের কাজের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়ে।একদিনে নিজেদের কারখানায় প্রতিমা গড়তে সমস্যা হচ্ছে পাশাপাশি যেসব মন্দির কিংবা ক্লাবের প্রতিমা গড়ার দায়িত্বে নিয়েছে সেখানে গিয়েও প্রতিমা গড়ার কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।বৃষ্টি যদি এই ভাবে চলতে থাকে তালে পূজা মণ্ডপ গুলিতে প্রতিমা দিতে সমস্যা হবে।তার জন্য অর্থ ব্যায় করে লোক নিতে হবে।পাশাপাশি গ্যাস দিয়ে প্রতিমা শুকাতে হতে পারে।একদিকে দ্রব্য মূল্য বৃদ্ধি তার উপরে প্রতিমার ঠিক মতো দাম পাওয়া যায় না।সব মিলিয়ে এবারে কি হবে তা ভেবে উঠতে পারছেন না মৃৎশিল্পীরা।

