শিলিগুড়ি:-
রবিবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজিত হল লক্ষ কণ্ঠে গীতা পাঠ।সারা ভারত থেকে প্রায় ১১০০ বিশিষ্ট সাধু সন্ত্ররা এই লক্ষ কণ্ঠ গীতা পাঠে অংশগ্রহণ করেন।প্রায় দিন ১৫ আগ থেকেই কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে শুরু হয়েছিল আজকের এই দিনের প্রস্তুতি।অবশেষে রবিবার সকাল থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো শহর শিলিগুড়ি।এদিন প্রায় লক্ষাধিক মানুষ এই গীতা পাঠে অংশগ্রহণ করেন।শুধু এরাজ্য নয় বাইরের বেশ কিছু রাজ্য থেকে ভক্তরা এদিন এই গীতা পাঠে অংশগ্রহণ করেন।যেমন বেনারস,বিহার,উড়িষ্যা সহ পার্শ্ববর্তী রাজ্য সিকিম থেকেও প্রচুর ভক্তদের সমাগম এই লক্ষ কন্ঠ গীতা পাঠে দেখা যায়।এছাড়াও এদিন কায়াখালীর কুরুক্ষেত্র ময়দানে এই গীতা পাঠে উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক প্রথম সারির নেতা নেতৃত্বরা। দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ,অর্জুন সিং,শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক ও সাংসদ সহ অন্যান্যরাও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন।এদিন গীতা পাঠ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ,তিনি বলেন আজ কোন বিজেপির সমাবেশ হচ্ছে না বরং হিন্দুদের জাগ্রত করার জন্য এই গীতা পাঠ।যাতে ফের শান্তির পরিবেশ ফিরে আসে সর্বত্র।এছাড়াও এদিন সকল হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দেন তিনি।অপরদিকে বিজেপি সাংসদ রাজু বিস্টের মতে হিন্দুদের আরো জাগ্রত হতে হবে।এছাড়াও বাংলাদেশ মন্তব্যে তিনি বলেন আমাদের উত্তরের সংলগ্ন যে সীমান্ত রয়েছে তা অনেকটাই সজাগ এবং কোনমতেই কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি রুখতে সর্বদা তৎপর রয়েছে জোয়ানরা।এছাড়াও বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ সে নিয়েও নিন্দার ঝড় তোলেন তিনি।এদিকে শিলিগুড়িতে গীতা পাঠের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে আক্রমণ করলেন বিজেপির নেতারা।গীতা পাঠে উপস্থিত কার্তিক মহারাজও ফিরহাদ হাকিমের মন্তব্যকে কটাক্ষ করেন।তিনি স্বামী বিবেকানন্দের উক্তিকে সামনে রেখে ফিরহাদ হাকিমের বক্তব্যকে কুয়োর ব্যাঙ ও সমুদ্রের ব্যাঙের সাথে তুলনা করেন। ফিরহাদ হাকিমকে একহাত নেন একাধিক বিজেপি নেতারা।এছাড়াও বাংলাদেশের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা

