রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় এলাকার ।গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা কিছু অংশ রাস্তার কাজ হলেও অনেকটা অংশই এখনো রাস্তা সংস্কার করা হয়নি। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের।এরপর পুলিশি আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়।

