রাস্তা নেই তো ভোটও নেই! বালুরঘাটের খাসপুরে পঞ্চায়েত ভোটের মুখে এমন শ্লোগান তুলে পথ অবরোধ বাসিন্দাদের।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ জুন——– রাস্তা নেই তো ভোট নেই, পঞ্চায়েত ভোটের মুখে এমনই শ্লোগান তুলে রাস্তা অবরোধ কয়েকশো বাসিন্দাদের। । সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের খাসপুর এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের গ্রামে যাওয়ার প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বার বার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। তাই অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় প্রশাসন লিখিত না দিলে তারা পথ অবরোধ তুলবেন না। শুধু তাই নয়, লিখিত আশ্বাস না পেলে সামনে পঞ্চায়েত ভোটও বয়কট করবেন এমনটাও হুশিয়ারি দিয়েছেন তারা।

জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের জনু পাড়ার প্রায় ২০০ ভোটার রয়েছে। ওই এলাকায় রাস্তার দাবি দীর্ঘ দিনের। বারংবার প্রশাসনকে জানিয়েও কোন সুবিচার পাননি তারা। যার প্রতিবাদেই পঞ্চায়েত ভোটের প্রাক মুহুর্তে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিন সকাল থেকে বোল্লা-খাসপুর রুটের যান চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা।যার জেরে চরম সমস্যায় পড়েন পথ চলতি মানুষজনেরা। বিক্ষোভকারীদের দাবি, বেহাল রাস্তা নিয়ে প্রশাসনের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত এই অবরোধ চালিয়েই যাবেন।

সৌম্য শুভ্র সরকার, নীরেন্দ্রনাথ সরকার ও রাজ রতন মহন্তরা বলেন, রাস্তার সমস্যা তাদের দীর্ঘদিনের। প্রশাসনকে বারবার জানিয়েও কোন ফল হয়নি। তাই ভোটের আগে কোন লিখিত আশ্বাস না পেলে ভোট বয়কটের পথেও নামবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *