কালিয়াগঞ্জ:——- রাস্তায় এক অজ্ঞাত পরিচিত ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কালিয়াগঞ্জ পুরসভার শহরের শিমূলতলা এলাকায় রাজ্য সড়কের উপরে।এদিন সকালে প্রাতহভ্রমণে বেড়নো সাধারণ মানুষদের প্রথমে চোখে পড়ে। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।মৃত ব্যাক্তির নাম ও পরিচয় জানাজায়নি।পুলিশ মৃত ব্যাক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার তদন্তে নেমেছে।

