রায়গঞ্জে ‘জীবনরেখা’য় চিকিৎসাক্ষেত্রে বিরল সাফল্য — মস্তিষ্কে রক্তক্ষরণ ও জরুরি সিজারিয়ান একসঙ্গে কুশমান্ডির বাসিন্দাকে,সুস্থ মা ও শিশু

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 রায়গঞ্জ, ৬ আগস্ট:——————-—-চিকিৎসাক্ষেত্রে ফের একবার ব্যতিক্রমী সাফল্যের সাক্ষী রইল রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল। একদিকে সংকটজনক অবস্থায় থাকা এক গর্ভবতী নারীর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিল অস্ত্রোপচার, অন্যদিকে একইসঙ্গে জরুরি সিজারিয়ান—দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন করে নজির গড়ল এই বেসরকারি হাসপাতাল। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও সদিচ্ছার ফলেই সুস্থ রয়েছেন মা ও সদ্যোজাত শিশু—এই সাফল্য শুধু হাসপাতালের নয়, গর্বের রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের।
হাসপাতালের কর্ণধার ডা. শান্তনু দাস জানান, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের সরলা গ্রামের এক গর্ভবতী মহিলা গত ৩১জুলাই সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা দ্রুত সিদ্ধান্ত নেন দ্বৈত অস্ত্রোপচারের।১আগস্ট গঠিত হয় বিশেষ মেডিক্যাল টিম। এরপর একদিকে মস্তিষ্কে রক্তক্ষরণের অপারেশন এবং অন্যদিকে একইসঙ্গে জরুরি সিজারিয়ান অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়।
চিকিৎসকের কথায়, “মাথায় রক্তক্ষরণজনিত অস্ত্রোপচারের সময় শরীরে গর্ভাবস্থার জটিলতা থাকায় অপারেশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তবুও আমাদের টিম একযোগে কাজ করে মা ও শিশুকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।”
তিনি আরও বলেন, “এই সাফল্য প্রমাণ করে, শুধু মেট্রো শহর নয়, জেলা শহরেও জটিল চিকিৎসা পরিষেবা সম্ভব। আমরা চেষ্টা করেছি মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে—সেই চেষ্টাই আমাদের পুরস্কৃত করেছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জবাসীর গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় চিকিৎসা মহল ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *