রায়গঞ্জের বিদ্রোহী মোরের একটি টায়ার টিউবের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ টায়ার টিউবের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। সে সময় দোকান বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। খবর লেখা পর্যন্ত আগুন আয়ত্তে আসেনি। স্থানীয় এক ব্যবসায়ী শৌভিক দত্ত জানান, এদিন দুপুরের পর দোকান বন্ধ করে মালিক বাড়ি চলে যান। সন্ধ্যায় এলাকার বাসিন্দারা দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। খবর দেওয়া হয় দোকান মালিককে। দমকল পুলিশ ও স্থানীয়দের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে।
এদিকে দমকল কর্মীরা আগুন লাগার সঠিক কারণ না বললেও, তাঁদের অনুমান বিদ্যুতের শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের ব্যস্ততম এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যপক যানজট সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চারিদিকে ধোঁয়ায় ভরে গেছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

