বালুরঘাট, ৩০ মার্চ ——– রামনবমীর সকালে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরামের শুভেচ্ছা দিলেন সুকান্ত। বৃহস্পতিবার নিজের সংসদীয় এলাকা বালুরঘাটে রামনবমী উপলক্ষ্যে বের হয় এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা। যেখানেই পা মেলান রাজ্য বিজেপির সভাপতি তথা এলাকার সাংসদ সুকান্ত মজুমদার। তিনটি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগেই বের করা হয়েছি ওই বিরাট সুসজ্জিত মিছিলটি। যেখানেই অংশ নিয়ে গোটা বালুরঘাট শহর পায়ে হেটে পরিক্রমা করেন সুকান্ত। এরপরে শহরের থানামোড় এলাকায় অবস্থিত রামমন্দিরে গিয়ে প্রণাম সারেন বিজেপির রাজ্য সভাপতি। যেখান থেকে বের হয়ে আসবার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম দিয়ে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন।
সুকান্ত মজুমদার বলেন, রামনবমীর এই বিশেষ দিনে রাজ্যের সমস্ত মানুষের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরামের শুভেচ্ছা। এই দিনটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পালিত হচ্ছে। বালুরঘাট নিজের এলাকা, এখানে কিছু সমাজসেবী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে পা মিলিয়েছেন মাত্র। তবে রাজ্যের বেশকিছু জায়গায় এই মিছিলের অনুমতি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখানে কারো অনুমতি নেবার কোন ব্যাপার নেই। ভারতবর্ষে সকল ধর্মের মানুষ তাদের নিজস্বতার সাথেই উৎসব পালন করতে পারেন। এখানে কারো কোন অনুমতির প্রয়োজন পড়ে না।

