কোচবিহার :- ——————–রাতের অন্ধকারে তিনটি বাড়ি থেকে মোট ৫ টি গাই গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ ২ নং ব্লকের হরিরহাটের ভাণ্ডী জেলাস,বজ্রাপুর,ও মান্তানি এলাকায়। জানা যায় রাতের অন্ধকারে গোয়াল ঘর থেকে গরুর গলার রশি কেটে গরু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ঘটনার বিবরণ জানিয়ে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবে পরিবার ।

