মালদা:——— ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের জেসারতটোলা এলাকায়। কংগ্রেস কর্মীদের অভিযোগ তাদের লোকজনেদের ফাঁসাতে তৃণমূলের লোকজনেরা বোমা মজুত করে বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও কংগ্রেস কর্মীদের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবী কংগ্রেস কর্মীরা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতেই বোমা মজুত করে রেখেছে। এবং সেই মজুত বোমাতেই বিস্ফোরণ ঘটেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

