গঙ্গারামপুর ১৯জুলাই দক্ষিণ দিনাজপুর——- একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে মধ্যে বিপিএসসি সাব সেন্টার কর্মীদের কাজের সুবিধার জন্য স্টোর রুমের উদ্বোধন হল।মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্টোর রুমের উদ্বোধন হয়।রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক,রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান,হাসপাতালের সুপারও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এমন প্রকল্প চালু হওয়ায় যে সমস্ত স্বাস্থ্য দপ্তরে কর্মীরা চলুন বি পি এস সি সাব সেন্টারে কাজ করেন এখান থেকে ওষুধপত্র নিয়ে রোগীদের পরিষেবা দিতে পারবে বলে জানা গিয়েছে। ২০১১সালের রাজ্যে পালাবদলের পর স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষজনকে স্বাস্থ্য পরিষেবা আরো বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢেলে সাজাতে শুরু করে বিভিন্ন হাসপাতাল গুলিকে।জেলা সদর হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের কালদিঘি এলাকায় তৈরি করা হয় দুটি সুপার স্পেশালিটি হাসপাতালে।২০১১ সালের পরেই গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার হিসেবে কাজে নিযুক্ত হন জেলার নামকরা ডক্টর সুদীপ দাস।তার মাধ্যমেই সেই সময় থেকে ২০১৬ সাল পর্যন্ত গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নয়নে আমূল পরিবর্তন হয়।তিনি রাজ্যের তৎকালীন জেলা প্রশাসনের আধিকারিক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সহযোগিতায় শুরু করেন হাসপাতালের একাধিক উন্নয়নের কাজ শুরু করেন।এখন তিনি দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, সুদীপবাবু মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব নেবার পরেই জেলা জুড়েই সাধারণ মানুষজনদের পরিষেবা বেশি করে পৌঁছে দিতে তিনি কাজ শুরু করে দেন। ইতিমধ্যেই তিনি রাজ্য স্বাস্থ্য প্রশাসনের সাথে কথা বলে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটির একটি রুমেই হাসপাতালে স্টোর রুম জন্য উদ্বোধন করা হয়।মঙ্গলবারে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ক্রেতাও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়েই চলুন বিপিএসসি সাব সেন্টারের জন্য স্টোর রুমের উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে রাজ্যের মন্ত্রী ছাড়াও জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারীক ডক্টর সুদীপ দাস, গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস,গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার বাবুসোনা সাহা, সহকারী সুপার নয়ন সরকার ,চিকিৎসক অভিজিৎ ভৌমিক,চিকিৎসক উজ্জ্বল সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ফিতে কেটে চালুর বি পি এস সির স্টোর রুমের উদ্বোধন করে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, এই হাসপাতালের চিকিৎসক ছিলেন সুদীপবাবু।এখন তিনি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক। এখানে স্টোর রুমটি চালু হওয়ায় শহর এলাকায় সাব সেন্টারের কাজে কর্মরত স্বাস্থ্য দপ্তর কর্মীরা অনেক অর্থই উপকৃত হবেন। জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারী ডক্টর সুদীপ দাস জানিয়েছেন, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চালুন বিপিএসসি সাব সেন্টারের দূরত্ব অনেকতাই। স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সাহায্য করার জন্য এখানে স্টোর রুম খোলা হল। কর্মীরা সময় বাঁচিয়ে ভালো কাজ করবেন বলে তিনি জানান। গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কর্মীদের চালুন বিপিএসসি সাব সেন্টার থেকে জিনিসপত্র আনতে তাদের অসুবিধা হতো অনেকটাই দূর হওয়ার কারণে।এমন স্টোর রুম পরিষেবা চালু হওয়ায় স্বাস্থ্য দপ্তরের দপ্তরের কর্মীদের এখন থেকে কাজ করতে সুবিধা হবে। চালুন বিপিএসসি সাব সেন্টারের জন্য গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের স্টোর রুম খোলার ফলে অনেক উপকৃত হবেন স্বাস্থ্য দপ্তরের কাজে দায়িত্ব নেওয়া কর্মীরাও। রাজ্য সরকার ও মুখ্যস্বাস্থ্য আধিকারিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

