রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের প্রচেষ্টায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে আস্থা প্রকল্পের উদ্বোধন হলো রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের প্রচেষ্টায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে আস্থা প্রকল্পের উদ্বোধন হলো রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে,এমন পরিষেবা চালু হওয়ার একটি ঘরেই অপারেশন সংক্রান্ত সমস্ত সুবিধা পাবেন রোগীর আত্মীয় স্বজনেরা,সাধুবাদ জানিয়েছেন সকলেই গঙ্গারামপুর ১৯জুলাই দক্ষিণ দিনাজপুর। হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের প্রচেষ্টায় শুরু হলো নতুন প্রকল্প আস্থা।যা দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুঘাট হাসপাতালের পর মঙ্গলবার দুপুরে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপতালে আস্থা প্রকল্পের পথ চলা শুরু হল।রোগীর অপারেশনের সহযোগিতা করা, হাসপাতালেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সরকারের এই আস্থা প্রকল্পটি।রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক,রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান,হাসপাতালে সুপারও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এমন প্রকল্প চালু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই। ২০১১সালের রাজ্যে পালাবদলের পর স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষজনকে স্বাস্থ্য পরিষেবা আরো বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢেলে সাজাতে শুরু করে বিভিন্ন হাসপাতাল গুলিকে। জেলা সদর হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের কালদিঘি এলাকায় তৈরি করা হয় দুটি সুপার স্পেশালিটি হাসপাতালে।২০১১ সালের পরেই গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার হিসেবে কাজে নিযুক্ত হন জেলার নামকরা ডক্টর সুদীপ দাস।তার মাধ্যমেই সেই সময় থেকে ২০১৬ সাল পর্যন্ত গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নয়নে আমূল পরিবর্তন হয়।তিনি রাজ্যের তৎকালীন জেলা প্রশাসনের আধিকারিক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সহযোগিতায় শুরু করেন হাসপাতালের একাধিক উন্নয়নের কাজ শুরু করেন।এখন তিনি দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, সুদীপবাবু মুখ্যস্বাস্থ্য আধিকাকের দায়িত্ব নেবার পরেই জেলা জুড়েই সাধারণ মানুষজনদের পরিষেবা বেশি করে পৌঁছে দিতে তিনি কাজ শুরু করে দেন। তার মস্তিষ্কপ্রসূত প্রকল্প আস্থা ইতিমধ্যেই তিনি রাজ্য স্বাস্থ্য প্রশাসনের সাথে কথা বলে বালুঘাট শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে চালু করেন।সেখানেই একটি ঘরের মধ্যেই চিকিৎসার অপারেশনের জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা রোগীর ও তার আত্মীয়-স্বজনেরা পাবেন বলে প্রকল্প সাড়া দেয় বালুরঘাটে।এরপরেই তিনি সেই প্রকল্পটি গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে কালদিঘিতে গড়ে তোলার উদ্যোগ নেন। মঙ্গলবারে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ক্রেতাও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়েই আস্থা নামে এই প্রকল্পটি উদ্বোধন করে চালু করেন।সেখানে রাজ্যের মন্ত্রী ছাড়াও জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারীক ডক্টর সুদীপ দাস, গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস,গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার বাবুসোনা সাহা, সহকারী সুপার নয়ন সরকার ,চিকিৎসক অভিজিৎ সরকার,চিকিৎসক উজ্জ্বল সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ফিতে কেটে কেটে প্রকল্পের উদ্বোধনের পরে

রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, এই হাসপাতালের চিকিৎসক ছিলেন সুদীপবাবু।এখন তিনি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারীক। তিনি যে প্রকল্পটি চালু করেছেন নাস্তা এর মাধ্যমে সাধারণ মানুষ জন হাসপাতাল থেকে অপারেশন করার মত সুযোগ পাবেন। যা সম্পূর্ণ বিনামূল্যে।ধন্যবাদ জানাই সুদীপবাবুকে। জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারী ডক্টর সুদীপ দাস জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আস্থা নামে প্রকল্পটি গঙ্গারামপুরে চালু করা হলো। একটি ঘর থেকেই রোগীর অপারেশন সংক্রান্ত দ্রুত ব্যবস্থা গ্রহণ, সময় মত হস্তক্ষেপ, সমস্যা সমাধান ও ঝামেলা মুক্ত পরিষেবা বিনা টাকায় হাসপাতাল থেকেই দেওয়ার ব্যবস্থা করা হলো।এর ফলে জেলা বিভিন্ন প্রান্তে মানুষজন উপকৃত হবে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস জানিয়েছেন, প্রকল্প শুরু করা হলো, মানুষজন পরিষেবা পেলে অনেক ক্ষেত্রে উপকৃত হবে। হাসপাতালে বিনামূল্যে পরিষেবা পাবেন রোগী ও তার আত্মীয়-স্বজনেরা। এমন পরিষেবা চালু হওয়ায় এরা স্বাস্থ্য দপ্তরের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *