রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র হাত ধরে গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল যক্ষা অর্থাৎ টিবিতে আক্রান্ত রোগীদের জন্য ৪ বেডের আইসোলেশন ওয়ার্ড।এমন উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ১৭ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর——————–একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রীর হাত ধরে যক্ষা আইসোলেশন ওয়ার্ডের সূচনা করা হলো।রাজ্য স্বাস্থ্য পরিকল্পনা দপ্তর ও মন্ত্রীর সহযোগিতায় জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারীকের তৎপরতায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের পাঁচ তলার একটি রুমে চার বেডের যক্ষা অর্থাৎ টিবিতে আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন বিভাগ চালু করা হলো। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও অনুষ্ঠানে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই । গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার থাকাকালীন বর্তমান জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারি ডক্টর সুদীপ দাস একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছিলেন।বর্তমানে সারা জেলার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরে তিনি যেমন কাজ করে চলেছেন তেমনি রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে একাধিক উন্নয়নমূলক কাজ থেকে শুরু করেছেন। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি বিল্ডিং এর পাঁচতলায় চার বেডের একটি যক্ষা রোগের রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করলেন। যদিও হাসপাতালে বহুদিন ধরেই যক্ষা অর্থাৎ টিভি রোগে আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের সঙ্গে রাখা হতো হাসপাতালের বিভিন্ন বেড়ে।জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারি ডাঃ সুদীপ দাস এই বিষয়টি উপলব্ধি করতে পেরে তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে আলোচনা করেন ও স্বাস্থ্য দপ্তরের একটি প্রস্তাব পাঠান। পরে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হস্তক্ষেপ এবং জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারীক সুদীপ দাসের প্রচেষ্টায় স্বাস্থ্য দপ্তর গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে যক্ষা অর্থাৎ টিভিতে আক্রান্ত রোগীদের জন্য যক্ষা আইসোলেশন ওয়ার্ড চালু করার নির্দেশ দেন। সেই নির্দেশ হবার পরে জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারী সুদীপ দাস সুপার স্পেশালিটি হাসপাতালের পঞ্চম তলায় একটি রুমে যক্ষা টিভিতে আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি করেন। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যক্ষা অর্থাৎ টিবিতে আক্রান্ত রোগীদের জন্য চালু করুন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *