রাজ্যের জেলা গুলির পাশাপাশি গঙ্গারামপুরের পুজো কমিটি গুলিকে নিয়ে ভার্চুয়াল সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,২২ অগাস্ট : বাংলার দুর্গাপুজো গত বছরই ইউনেসস্কোর স্বীকৃতি পেয়েছে। স্বাভাবিক ভাবে বাঙালির কাছে আলদা উন্মাদনা। এবছরও দুর্গা পুজোর দিন এগিয়ে আসতে উদ্যোক্তাদের মধ্যে প্রস্তূতি শুরু হয়েছে। রাত জেগে চলছে প্রতিমা তৈরি সহ প্যান্ডেল বাধার কাজ। তার মাঝে রাজ্যের পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কলকাতায় সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে জেলার পুজো কমিটির সঙ্গে সভা করতে ভার্চুয়াল সভার ব্যবস্থা করা হয়। সেই মত অন্যান্য জেলার গঙ্গারামপুরের পুজো কমিটির নিয়ে ভার্চুয়াল সভার ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভার আয়োজন করা গঙ্গারামপুর পুরসভার দেবীকোট ভবনে। গঙ্গারামপুর শহর এবং ব্লকের বিভিন্ন প্রান্তের দুর্গা পুজো কমিটি গুলি এদিন ভার্চুয়াল সভায় অংশ নিয়ে ছিল। প্রশাসনিক কর্তারা ভার্চুয়াল সভায় অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীন ) ডেনডুপ শেরশা, গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা,গঙ্গারামপুর পুরসভার উপ পুরপ্রধান জয়ন্ত দাস,জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার,বিদ্যুৎ দমকল,সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *