রাজ্যের অনুমতি ছাড়াই মিলছে নেতাদের পদ! দক্ষিন দিনাজপুরে তৃণমূলের ঘোষিত ইলেকশন কমিটি ঘিরে বিতর্ক।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য

 

বালুরঘাট, ১৪ মার্চ––– পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ইলেকশন কমিটি ঘিরে জোর বিতর্ক দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলা কমিটি ঘোষণা না হতেই একাধিক নেতার নামে পড়লো পদাধিকারী সিলমোহর। অবাক নেতা কর্মীরা প্রকাশ্যে ক্ষোভ উগড়ালেন সোশ্যাল মিডিয়ায়। আর যাকে ঘিরে প্রকাশ্যে এল শাসক দলের অন্দরের চাপা কোন্দল । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করতে জেলার আটটি ব্লকেই ইলেকশন কমিটি তৈরী করেছে শাসক দল । মঙ্গলবার যে তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনা নিয়ে কেউ কেউ যুব নেতাকে কাঠগড়ায় দাড় করিয়ে ক্ষোভ উগড়েছেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে ঘোষিত এই তালিকা থেকে বাদ পড়েছেন জেলার প্রথম শ্রেণীর একাধিক নেতৃত্ব। সহকারী সভাধিপতির নাম থাকলেও অজানা কারনে বাদ পড়ে গিয়েছে সভাধিপতি লিপিকা রায়ের নাম। বাদ গেছেন পূর্তকর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা মহিলা নেত্রীর নামও । তবে সেই তালিকায় একাধিক যুব নেতৃত্বর নাম নিয়েউ প্রশ্ন তুলে সরব হয়েছেন নেতা কর্মীরা। শুধু তাই নয়, রাজ্য থেকে জেলা কমিটি ঘোষণা না হতেই একাধিক নেতার নামের পাশে ভুয়ো পোস্ট লাগানো ঘিরেও উঠেছে বিতর্ক। যেখানে কুমারগঞ্জ ও কুশমন্ডির দুই যুব নেতার নামের পাশে সাধারণ সম্পাদক পদ লিখা হয়েছে। আর যাকে ঘিরেই জোর বিতর্কের মুখে পড়েছেন খোদ জেলা সভাপতি। পুরনো কমিটিতে তাদের নাম না থাকা এবং নতুন কমিটি ঘোষণা না হবার পরেও কিভাবে তাদের নামের পাশে সেই পদ দেওয়া হল? তা নিয়েই দলের অন্দরে প্রশ্নের মুখে পড়েছেন জেলা নেতৃত্বরা। তবে কি রাজ্যের অনুমতি ছাড়াই মিলছে নেতৃত্বদের পদ ? যে প্রশ্ন তুলেই সরব হয়েছেন জেলার একাধিক হেভিওয়েট তৃণমূল নেতৃত্বরা। অনেকে আবার এই ঘটনা নিয়ে যুব নেতাকে কাঠগড়ায় দাড় করিয়ে ক্ষোভ উগড়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *