বালুরঘাট, ২৬ ফেব্রুয়ারি:—––অস্থায়ী কর্মচারীদের শোষণ ও সরকারী লক্ষ লক্ষ শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে কনভেনশনের আয়োজন সংগ্রামী যৌথ মঞ্চের। সোমবার দুপুরে বালুরঘাট শহরের কলেজ মোড় এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত হয় সংগ্রামী যৌথ মঞ্চের এই কনভেনশনটি। যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ। যিনি রাজ্য সরকারের কাছে বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবিতে টানা ৪২ দিন অনশন করে সকলের নজর কেড়েছিলেন। তার সঙ্গে রাজ্য কমিটির একাধিক কর্মীরাও উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। এদিনের সভা থেকে রাজ্য সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সভায় উপস্থিত থাকা নেতা কর্মীরা।
সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘এখনও আমাদের ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। সেই ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে চলেছি। তাছাড়াও, রাজ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৬ লক্ষ শুন্য পদ রয়েছে। সেগুলোতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি জানাচ্ছি। আগামী মাসের ৩ তারিখ কলকাতার রানী রাসমণি রোডে বিশাল মহাসমাবেশ ও মহা মিছিলের আয়োজন করা হয়েছে। তার সঙ্গে ৬ ও ৭ তারিখ দুদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’

