মালদা:———––রবিবার সকালে লরির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন এক যুবক। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার গোলঘর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মুকারাম রেজা বয়স(১৯) বছর নামে এক যুবক তার পরিবারের সাথে কাটিহারের বেলবাড়ি এলাকা থেকে সপরিবারে ঘুরতে এসেছিলেন আদিনা মসজিদ এলাকায়। মুকারাম রেজা নামে যুবক রাস্তা পারাপার হচ্ছিলেন গোলঘর এলাকায়। সেই সময় একটি লরি সজরে ধাক্কা মারে এবং তার বাম পায়ের উপর দিয়ে লরির চাকা চলে যায় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়কের কর্তৃপক্ষরা। তাদের অ্যাম্বুলেন্সে করেই তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক।

