গঙ্গারামপুর ৩১শে জানুয়ারি দক্ষিণ দিনাজপুর :————-— সংগঠনের সদস্যরা বিগত দিনে শূন্য থেকে ১১বছরের বয়সের ১৩০জন দুস্থ পরিবারের শিশু-কিশোরদের হার্টের অস্ত্রোপ্রচার করে উল্লেখযোগ্য সারা ফেলে দিয়েছেন এই সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা।রবিবার রাত্রে ২৫তম বর্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নতুন বাসস্ট্যান্ডের পৌরসভার দেবীকোট ভবনে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।তাদের এই সংগঠন আগামী দিনে মানুষজনদের জন্য আরো সমাজ সেবামূলক কাজ বেশি করে করবে বলে আশাবাদী তারা।সংগঠনের তরফে নতুন কমিটি গঠন করা হয়।সেই সঙ্গে বেশ কয়েকজন নতুন সদস্যদেরও সংগঠনের সদস্য পদ দেওয়া হয়। – রোটারি ক্লাব একটি ইন্টারন্যাশনাল সংস্থা।সংগঠনের কাজই হলো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মানুষজনদের উপকার করার পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করা।রোটারি ক্লাব অফ গঙ্গারামপুর নামে এই সংস্থাটির শাখা অফিস ২৫বছর আগে গঙ্গারামপুর শহরে গড়ে ওঠে।বর্তমানে যার সদস্য সংখ্যা ২৬ এর উপরে রয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। প্রদীপ উজ্জ্বলনের এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, ২০২২ -২৩ এর সংগঠনের সভাপতি কানাই বসাক, সম্পাদক মিঠুন রায়, সংগঠনের অ্যাসিস্ট্যান্ট গভর্নরজন সেভেনের সঞ্চিতা ভট্টাচার্য, পাস্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নরজোন ফোর সোমের চন্দ্র দাস,সংগঠনের অন্যতম নেতৃত্ব নেহার কান্তি ঘোষ,রাজীব চৌধুরী, শ্রীকান্ত সাহা,অমিত খান, সুদীপ গাঙ্গুলী,সুজয় ঘোষ, শ্রীকৃষ্ণ ঘোষ,তুলসী প্রসাদ রায় সহ আরো অনেকেই। সংগঠনের তরফে সকলকে বরণ করে নেওয়া হয়।বরণ করে নেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক,সদস্য সহ আরো অনেককে। পরে প্রতিবছরের মত এবছরেও ২০২৩ -২৪ সালের জন্য যে নতুন কমিটি গঠন হয় সেখানে গঙ্গারামপুরে নিউ মার্কেটের বাসিন্দা দেবকুমার বাগচিকে রোটারি ক্লাব অফ গঙ্গারামপুরের সভাপতি পদে ও দিলীপ দেকে সম্পাদক করা হয়। একই সঙ্গে বেশ কয়েকজনকে দেওয়া হয় রোটারি ক্লাব অব গঙ্গারামপুরের নতুন সদস্যপদও। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে রোটারি ক্লাব অব গঙ্গারামপুর শাখার সারা বছরের যে কাজ সেই কাজকে সাধুবাদ জানান পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস। তারা বলেন,এই সংগঠন খুবই ভালো কাজ করে সারা বছর। সংগঠনের কাজে যদি পৌরসভার কোন সহযোগিতার দরকার হয় অবশ্যই তাদের আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব সব সময়। রোটারি ক্লাব অব গঙ্গারামপুরের সভাপতি দেব কুমার বাগচি জানান, আমাদের সংগঠন সারা বছর চিকিৎসা স্বাস্থ্য ও সমাজসেবমূলক কাজ করে যায়। আমরা চেষ্টা করব আরো মানুষজনের পাশে থেকে কাজ করার। সংগঠনের সম্পাদক দিলীপ দে জানিয়েছেন, সারা বছর আমাদের সংগঠন বৃক্ষরোপণ রক্তদান শিবির দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠান করে থাকে। কয়েকদিন আগেই ইন্দ্রনারায়নপুর কলোনি হাইস্কুলে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সারা বছর ধরে আমাদের সংগঠন মানুষজনের জন্য আরও বেশি কাজ করে যাবে। রোটারি ক্লাব অব গঙ্গারামপুরের এই সংগঠনটি আগামী দিনে যে মানুষজনদের পাশে থেকে আরও বেশি করে কাজ করবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

