গঙ্গারামপুর ১৬ জুন দক্ষিণ দিনাজপুর——————-—-দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ট্রাক ওর্নাস ত্র্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। রবিবার সভার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের কালিতলার একটি উৎসব ভবনে। সাধারণ সভার শুরুতেই আয় ব্যায়ের হিসেব তুলে ধরা হয়। পাশাপাশি লোডিং অনলোডিং নিয়ে মালিকদের কী সমস্যায় রয়েছেন সেটা তুলা ধরেন। ভাড়া তোলার ক্ষেত্ররে নানান রকম জটিলতা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ২৫ জনের কমিটি গঠন করা হয়।পুনরাই শংকর রায়কে সভাপতি মনোনীত করা হয়, সম্পাদক করা হয়েছে প্রকাশ রায়কে।
গঙ্গারামপুর ট্রাক ওর্নাস ত্র্যাসোসিয়েশন অন্যতম কর্মকর্তা রামগোপাল বিশ্বাস বলেন,ট্রাক ওর্নাস ত্র্যাসোসিয়েশনের মাধ্যমে মালগুলি লোডিং হবার কথা। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাইরে থেকে যেসমস্ত ট্রাক গুলি আসছে। সেই ট্রাকেই ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় মাল পাঠিয়ে দিচ্ছে। এতে আমরা এখনকার ট্রাক মালিকরা সমস্যার সম্মুখীন হচ্ছি। সুষ্টুভাবে ওর্নাস ত্র্যাসোসিয়েশন মাধ্যমে পন্য সামগ্রী সরবরাহ করতে পারি সেই লক্ষ্যে আমাদের সাধারন সভা। এদিনের সাধারন সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শংকর রায়,অন্যতম কর্মকর্তা রামগোপাল বিশ্বাস,রাজু ঘোষ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

