লোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবির পর এবারে যুব সমাজকে হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে মরিয়া বামফ্রন্ট । বালুরঘাটে এসে লড়াইয়ের ডাক মীনাক্ষী-র । শনিবার যুবশক্তি-র ৫৭ বৎসর পূর্ত্তি উপলক্ষ্যে আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। ভরা বর্ষনের দুপুরে মীনাক্ষী-র বক্তব্য শুনতে উপচে পড়ে ভীড়। আলোচনা সভায় ডিওয়াইএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায় চৌধুরী সমেত একগুচ্ছ বাম যুব নেতা উপস্থিত ছিলেন। মঞ্চে বক্তব্য রাখতে উঠে সংগঠনকে চাঙ্গা করতে উপস্থিত যুবদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মীনাক্ষী । পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একেরপর এক আক্রমণ করেন তিনি। সহকর্মীদের উদ্দেশ্যে নেত্রী বলেন রাস্তায় যে লড়াই থাকে সেই লড়াইটা মগজেও থাকে, মগজে ধার দিয়ে রাস্তার লড়াইকে আরও বেশী সংঘবদ্ধ করতে চাই। এরপরেই বাম বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে হুশিয়ারি ছুড়ে মীনাক্ষী মুখার্জি বলেন রাজ্য বিরোধী, যুব বিরোধী, মানুষ বিরোধী যে মতামত যে দিশা যে পলিসি তার বিরুদ্ধে লড়াইটা কঠিন কিন্তু অসম্ভব নয়। তিনি বলেন, ডিওয়াইএফআই-এর কর্মীরা শহীদ হয়েছেন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, বাংলা ভাগের বিরুদ্ধে। তাই প্রতিকুল পরিস্থিতিতে একসাথে রাস্তার লড়াই থেকে মগজের লড়াইয়ে জিতে আসার মত মানসিকতা তৈরী করার জন্য আমরা প্রত্যেকে এক জায়গায় থাকব।

