মোদি গ্যারান্টি কে সামনে রেখে সুকান্তর কেন্দ্রে ভোট প্রার্থনা প্রধানমন্ত্রীর। প্রার্থীর নাম উচ্চারণ ভুল নিয়ে আবারো তৃণমূলের তোপের মুখে গেরুয়া শিবির

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১৬ এপ্রিল —–— মোদি গ্যারান্টিকে সামনে রেখে সুকান্তর কেন্দ্রে ভোট প্রার্থনা নরেন্দ্র মোদির। প্রার্থীর নাম ভুল উচ্চারণ করে তৃণমূলের তোপের মুখে গেরুয়া শিবির। অস্বস্তিতে বিজেপির নেতা কর্মীরা। মঙ্গলবার দুপুরে আড়াইটে নাগাদ হেলিকপ্টারে করে বালুরঘাটের রেল স্টেশন ময়দানে এসে পৌঁছান দেশের প্রধানমন্ত্রী। যেখানেই আয়োজিত হয়েছিল এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী সভা। এদিন সেই প্রকাশ্য সভাতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। যেখানে প্রথমেই তার বক্তব্যে উঠে আসে রামমন্দির তৈরি নিয়ে বিজেপি সরকারের কৃতিত্ব। এরপরেই মোদি গ্যারান্টির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে দেশের তিনকোটি গরীব মানুষ ঘর পাবে, বিদ্যুৎ বিল কমাতে বাড়ি বাড়ি বিনামূল্যে সোলার সিস্টেম বসানো হবে, শুধু তাই নয় আগামী পাচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তবে বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু না হওয়া নিয়ে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি। একইসাথে এদিন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে দক্ষিণ দিনাজপুরের অন্যতম শিল্প মুখাশিল্পের প্রসঙ্গও উঠে এসেছে। তবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নামের জায়গায় প্রধানমন্ত্রীর মুখ থেকে সুকান্ত মজবুদার নাম উচ্চারণ হওয়ায় ভোটের মুখে আবারো অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। কেননা দিন কয়েক আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলা থেকে বালুরঘাটের পরিবর্তে বেলুরঘাট বেরিয়ে এসেছিল। যা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে। এবারে খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকে প্রার্থীর নাম ভুল উচ্চারণ হওয়ায় আরো একবার সমালোচনার মুখে পড়ল বিজেপি দল বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল। এদিকে বার বার বিজেপি নেতৃত্বদের এমন ভূল উচ্চারণ নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, যারা বাংলা জানে না তাদের নিয়ে এসে এই বাংলায় বিজেপি অপসংস্কৃতি চালু করতে চাইছে। আর যে কারনেই বালুরঘাট কে বেলুরঘাট এবং মজুমদারকে মজবুদার বলছেন। আর যার কারনে বাঙালি হিসাবে তারা এসব নিয়ে বারবার আঘাত পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *