মেঘ না চাইতেই বৃষ্টি! এতো যেনো মাথা খারাপ হওয়ার জোগাড়।দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে একটু উপার্জনের আশায় চাষ করেন চাষীরা।কিন্তু সেই পরিশ্রমে জল ঢালছে কে?

দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রাজ্য

মানিকচক:  মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালগ্রাম মাঠে এক মুঠো রোজগারের আশায় ভুট্টা চাষ করেছেন চাষীরা।কিন্তু বন্য শূকর এর উপদ্রবে তিতিবিরক্ত ভুট্টা চাষীরা। মিরা গ্রামের ভুট্টা চাষী মোহাম্মদ ফিরোজ এর অভিযোগ আমাদের জমি সহ অন্যান্য ভুট্টা চাষীর ক্ষেতের ভুট্টা খেয়ে নষ্ট করছে বন্য শুকর। বন্য শুকরের উপদ্রব থেকে বাঁচার জন্য নানান উপায় অবলম্বন করেছেন। ঢোল বাজিয়েছেন, পটকা ফুটিয়েছেন,শেষে টায়ারে আগুন জালিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু কোন উপায় ও দেখছি না। রাত একটা দুটোর সময় এসেও বন্য শুকর কে তাড়াতে হচ্ছে। আমরা ক্ষতির মুখে।আমার প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমরা ভেবেছি কৃষি দপ্তরকে লিখিত অভিযোগ জানাবো। তার উপর আবেদন করছেন ভুট্টা চাষীরা সরকারি সাহায্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *