আলিপুরদুয়ার: মুরগির খাবারের আড়ালে লুকিয়ে আসামে পাচার করা হচ্ছিল অবৈধ নেশার কফ সিরাপ। আসাম বাংলা সীমানার বারোবিশা সেল ট্যাক্স এলাকায় বুধবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই গাড়ি। আর গাড়ি উল্টে গিয়ে ছড়িয়ে পড়ে মুরগির খাবারের বস্তা। স্থানীয় মানুষ চালক ও খালাসি কে উদ্ধার করতে গিয়ে ওই বস্তার আড়ালে দেখতে পান প্রচুর কফ সিরাপের কার্টুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাক্সিরহাট থানার পুলিশ। পুলিশ এসে তল্লাশি করতেই বেরিয়ে পরে কয়েক হাজার নিষিদ্ধ কফ সিরাপের বোতল। এরপর বৃহস্পতিবার দুপুরের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া শেষ করে এন ডি পি এস মামলা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি বিহারের হাজীপুর থেকে আসাম যাচ্ছিল। গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৯০০ বোতল কফ সিরাপ।গাড়ির চালক পালিয়ে গেলেও ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির খালাসি ত্রিভূবন কুমারকে।বাজেয়াপ্ত কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা।

