দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কৃষি দপ্তর থেকে বুধবার দুপুরে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রণাই আত্মা কমিটির মাধ্যমে বংশীহারী ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে আট জন মৎস চাষীদের হতে তুলে দেওয়া হল চার হাজার টাকা স্কিমের হাড়ি ও জাল। মৎস চাষীদের মাছ ধরার সুবিধার্থে এই সামগ্রী দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্লকের সহ সভাপতি। তিনি আরো জানিয়েছেন মৎস্য চাষীদের সুবিধায় এরকম মাছ হাড়ি, জাল, মাছের খাবার ঔষদ সহ আরো অনেক সামগ্রী দেওয়া হয়েছে। সেখানে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক এভারেস্ট লেপচা, বংশীহারী ব্লকের সভাপতি রিনা রায় সহ সভাপতি গনেশ প্রসাদ সহ আরো অনেকে। বেনিফিশারিরা মাছ ধরার সামগ্রী পেয়ে খুশি হয়েছে।

