হরিশ্চন্দ্রপুর, ৩ জানুয়ারি গত মঙ্গলবার গাজলের মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে বাস দুর্ঘটনায় আহত হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার খোপা কাটিগ্রামের মোস্তাফিজুর রহমান নামে এক যুবক। দুর্ঘটনায় মাথা এবং পায়ের চোট পেয়েছিলেন তিনি। প্রথমে তাকে গজল পরে মালদা হাসপাতালে চিকিৎসা করা হয়। আজ তিনি বাড়ি ফিরলে, জেলা পরিষদের শিশু নারী এবং ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন ওই আহত ব্যক্তির হাতে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেতারা খাতুন।
মোস্তাফিজুর রহমানের হাতে চেক তুলে দিয়ে মর্জিনা খাতুন জানান ছেলেটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় যোগদান করার জন্য গাজলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যে বাসে করে তারা রওনা হয়েছিলেন। বাসটি দুর্ঘটনা গ্রস্ত হলে ছেলেটি ভীষণভাবে আহত হয়। মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা করে সুস্থ হওয়ার পরে আজকে বাড়ি ফেরার পর জেলা পরিষদের তরফ থেকে ছেলেটির হাতে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল। রাজ্য সরকারের তরফ থেকে এই ক্ষতিপূরণ ছেলেটির হাতে তুলে দিতে পেরে আমি খুব খুশি।
এদিকে আহত যুবক মোস্তাফিজুর রহমান জানান মুখ্যমন্ত্রীর সভায় যোগদান করার জন্য আগের দিন রওনা হয়েছিলাম। পান্ডুয়ার কাছে বাসটি দুর্ঘটনা গ্রস্ত হয়। আমি ভীষণভাবে চোট পাই। প্রশাসনিক উদ্যোগে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরতে পেরেছি। আজকে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন এসেছিলেন তিনি আমাকে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন। সরকারের তরফ থেকে এই সাহায্য পেয়ে আমার খুব ভালো লাগছে।

