মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা দিবসকে সামনে রেখে রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও গঙ্গারামপুর পৌরসভার সহযোগিতায় গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর কলোনি হাইস্কুল মাঠে দুটিমের ফুটবল খেলার আয়োজন করা হয়, বিজয়ী হয় ১৮ নম্বর ওয়ার্ড, রানাস ১৫ নম্বর ওয়ার্ড।খেলা দেখতে ভীড় হয়েছিল ব্যাপক।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ১৬ ই আগস্ট দক্ষিণ দিনাজপুর :————––মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্য ক্রীড়া দফতরের উদ্যোগে খেলা দিবসকে সামনে রেখে একদিনে দুটিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার সহযোগিতায় গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর হাইস্কুল ময়দানে এদিনের ফুটবল খেলার আয়োজন করা হয়।বিজয়ী দল গঙ্গারামপুর পৌরসভা ১৮নম্বর ওয়ার্ড ও রানার্স হয় পৌরসভার ১৫নম্বর ওয়ার্ড।বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন পৌরসভার চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান সহ উপস্থিত পৌরসভার কাউন্সিলরা। গঙ্গারামপুর পৌরসভার সূত্রে জানা গেছে ১৯৮০সালে ১৬ ই আগস্ট সুদূর কলকাতাতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের মধ্যে ফুটবল খেলা হয়েছিল। সেই খেলা দেখার ঘটনাকে কেন্দ্র করে সেখানে পদপৃষ্ঠ হয়ে বেশ কয়েকজন মারা যান।সেই দিনটাকে সামনে রেখে বর্তমান রাজ্য সরকার বেশ কয়েক বছর আগে ১৬ই আগস্টকে খেলা দিবস হিসেবে ঘোষণা করেছে। এদিন সেই খেলা দিবসের দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৬ ই আগস্ট গঙ্গারামপুর পৌরসভার পরিচালনায় স্থানীয় পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর হাইস্কুল ময়দানে পৌরসভার ১৫নম্বর ওয়ার্ড ও ১৮ নম্বর ওয়ার্ডের দুটি দলের মধ্যে একদিনের ফুটবল খেলার আয়োজন করা হয়।সেখানে উপস্থিত থেকে খেলার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ ধর,৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু রায়,১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভদ্রা রাজবংশী ,১৮নম্বর কাউন্সিলর বিশ্বজিৎ মুরমু,সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় ১৮নম্বর ওয়ার্ড ৩/১ গোলে ১৫ নম্বর ওয়ার্ডকে হারিয়ে দেয়। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছে, রাজ্য সরকার ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও পৌরসভার পরিচালনায় খেলা দিবসকে সামনে রেখে এমন খেলার আয়োজন করা হয়েছে। ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ১৮নম্বর ওয়ার্ড রানার্স হয়েছে ১৫ নম্বর ওয়ার্ড । দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মিডিয়া কনভেনার তথা গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, ১৯৮০সালের ১৬ই আগস্ট কলকাতাতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ফুটবল খেলা হয়েছিল।সেই খেলার ঘটনা নিয়ে বেশ কয়েকজন পদপৃষ্ঠ হয়েছিল।সেই দিনটাকেই মুখ্যমন্ত্রী খেলা দিবস হিসেবে ঘোষণা করে এমন খেলার আয়োজন করেছে রাজ্যজুড়ে। এখানেও পৌরসভার তরফে এমন খেলার আয়োজন করা হয়েছিল। গঙ্গারামপুর পৌরসভা ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর কলোনি হাইস্কুল মাঠে খেলা দিবসের এই ফুটবল খেলা দেখতে দর্শকদের ভীড় হয়েছিল ব্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *