গঙ্গারামপুর ২০এপ্রিল দক্ষিণ দিনাজপুর——–—–মুখ্যমন্ত্রীর জেলা সফরের কয়েক ঘণ্টা আগেই পরিবারে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এক আদিবাসী গৃহবধূকে গণধর্ষনের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের জাফরপুর লেবুতলা এলাকায়।আদিবাসী ওই গৃহবধূর পরিবারের তরফে গঙ্গারামপুর থানায় তিনজনের নামে গণধর্ষনের অভিযোগ দায়ের করা করেছে।বর্তমান সময় পর্যন্ত অভিযুক্তরা পলাতক রয়েছে বলে খবর।পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে।এমন ঘটনায় শোরগোল পড়েছে গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। রবিবার মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা করতে বালুরঘাট ও কুমারগঞ্জে সভা করেছেন। মুখ্যমন্ত্রীর জেলা সফরে কয়েক ঘন্টা আগেই গঙ্গারামপুর থানার সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের জাফরপুর লেবুতলা এলাকার বাসিন্দা কৃষ্ণ সরেন, চন্দন মুর্মু, সমাই কিস্কু নামে তিন যুবক গঙ্গারামপুর থানা এলাকারই বাসিন্দা এক আদিবাসী গৃহবধূকে পরিবারে স্বামী বিদেশে কাজ করায় কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়েই বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।ঘটনা ঘটানোর পরে ওই তিন যুবক গণধর্ষিতা আদিবাসী গৃহবধূকে নানা রকম ভয় দেখিয়ে বিষয়টি কোথায় জানালে তাকে মারধোর দিয়ে দেখে নেবে বলে হুমকি দেয় বলে অভিযোগ।অবশেষে ওই গৃহবধুর পরিবারের তরফে গঙ্গারামপুর থানায় অভিযুক্ত তিন যুবকের নামে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। গণধর্ষিতা গৃহবধুর এক আত্মীয় ও আরেক এলাকাবাসী তিন যুবকের নামে অভিযোগ করে বলেন,পরিবারে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে একা পেয়ে গৃহবধূকে গনধর্ষণ করে উপযুক্ত তিন যুবক।ভয়ও দেখানো হয় তিন অভিযুক্তের তরফে।থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ।প্রশাসন কঠিন সাজা দেখ সেই দাবি জানাই। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তিন যুবকের নামে গৃহবধূর বাড়িতে ইচ্ছাকৃতভাবে প্রবেশ তাকে মারধর,জোর পূর্বক তিনজন মিলে গণধর্ষণ, কয়েকজন মিলে একসঙ্গে এমন ঘটনা ঘটানোর মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্তরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে বলে পুলিশ দাবি করেছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের কয়েক ঘন্টা আগে এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে।

