মুখোশ পরে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতো অচেনা কয়েকজন যুবকের,ব্যাপক আতঙ্কে গ্রামবাসীরা

প্রথম পাতা

মালদা;
গ্রামে প্রায় একমাস ধরে নতুন মানুষের আনাগোনা।কখনো মুখোশ পরে, কখনো গাড়ি বসে তরওয়াল হাতে গ্রামের এপ্রান্ত থেকে শুরু করে ওপ্রান্তের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কিছু অপরিচিত লোক বলে অভিযোগ গ্রামবাসীর। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছিল মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।আজকে হঠাৎ ওই অপরিচিত লোকগুলোর মধ্যে দুইজন ব্যক্তি গ্রামেরই নুর আলম নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে।ঠিক তখনই গ্রামবাসীরা নুর আলম আলীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকার জুড়ে।ঘটনার খবর পেয়ে ছুটে আছে চাঁচল থানার পুলিশ।অপরিচিত দুজন ব্যক্তিকে পুলিশের নেতৃত্বে থানায় তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান।
পুলিশ সূত্রে জানা যায়,ওই দুজন ব্যক্তির মধ্যে একজনের নাম আব্দুস সামাদ,বাড়ি নিমগাছিতে,অপরজনের নাম মনওয়ারুল হোসেন,বাড়ি নগাছিয়াতে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। তবে এ বিষয়ে
চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানান,এই ঘটনায় দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে,ইতি মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *