মিজোরামে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মালদা এসে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে ট্রেন মারফত মালদায় এসে পৌঁছন রাজ্যপাল। এদিন মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তার। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মালদার ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির তরফে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন নেতাকর্মীরা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে রাজ্যপালের এই মোলাকাত এক অন্য মাত্রা যোগ করতে চলেছে বলেই ধারণা রাজনৈতিক মহলের।

