মালদা :———-—মিজোরামের নির্মীয়মান ব্রিজ ভেঙে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে মালদা জেলারই রয়েছেন ২৩ জন। পুকুরিয়া থানারই রয়েছেন ১৬ জন, ইংলিশবাজার থানার ৫ জন, একজন করে মোথাবাড়ি ও গাজোলের। এই ঘটনার পর মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে প্রশাসন। মৃতের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করছেন শাসক দলের নেতারাও। মিজোরম সরকার জানিয়েছে এখনও উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। এদিন পরিবারগুলোর সাথে দেখা করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। তিনি জানিয়েছেন, গোটা বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ মতো দেহ আনতে যা যা ব্যবস্থা প্রয়োজন তা গ্রহণ করা হচ্ছে।

