মালদা,:———-— সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। ইংলিশ বাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল সনাতন ঘোষ, চাঁদ ঘোষ, বাপন ঘোষ এবং রাজু ঘোষ। পুরাতন মালদার নলডুবি, মঙ্গলবাড়ী এবং ইংলিশ বাজার থানার কমলা বাড়ি এলাকায় বাড়ি ধৃতদের। জানা যায় রবিবার রাত্রে সাপে কাটা এক রোগীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসকদের মারধর করার অভিযোগ উঠেছিল মৃতের পরিবারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনের নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনা তদন্ত নেমে পুলিশ এই চারজনকে গ্রেফতার করে। আজ তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

