মালদা, ১৬ মে:———-——-
মালদার গাজোল থানার কেনবনা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা যায়, ২২ বছর বয়সী আত্মঘাতী যুবকের নাম অমিত মন্ডল। (২২) বাড়ি গাজোল থানার ব্লকের রানীগঞ্জ ২ নং অঞ্চলের কেনবোনা এলাকায় । পেশাই ছিলেন গাড়ি চালক। পরিবার সূত্রে জানা যায়। কোন মেয়ের সঙ্গে সে প্রেমে জড়িয়ে পড়ে। সেই সুযোগ নিয়ে মেয়েটি তার কাছ থেকে দু লক্ষ টাকা ধার হিসাবে নেয়। দীর্ঘদিন ধরে সেই টাকা চাইলে তাকে বদনাম দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনার জেরেই যুবক আত্মহত্যা করেছে বলে জানা যায়।

