মালদায় লাইন চ্যুত হল মালগাড়ি

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা, ৯ আগষ্ট:———–——–
মালদায় লাইন চ্যুত হল মালগাড়ি। এনজেপি থেকে কাটিহার যাওয়ার সময় যাওয়ার সময় মালদার হরিশ্চন্দ্রপুর-২নং ব্লকের কুমেদপুরে মালগাড়ির পাঁচ-পাঁচটি বগি লাইন চ্যুত হয়। শুক্রবার বেলা পৌনে ১১টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে কাটিহার ডিভিশন থেকে রেল আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *