মালদহে বজ্রপাতে মৃত ১১। পৃথক পৃথক ঘটনায় এপর্যন্ত ১১ জনের মৃত্যু

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদহে বজ্রপাতে মৃত ১১। পৃথক পৃথক ঘটনায় এপর্যন্ত ১১ জনের মৃত্যু। দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু। মৃত চন্দন সাহানি(৪০)রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মন্ডল(২১।
অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। চারটি মৃতদেহই আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অপরদিকে ইংরেজ বাজারের শোভা নগরে ২ জন সহ জেলা জুড়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে ।
বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মন্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *