মালদহ:——আহত কাউন্সিলরের স্বামী ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে উত্তেজনা মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায়। স্থানীয় বিবাদকে কেন্দ্র করে ঝামেলায় জড়ান দুই তৃণমূল কাউন্সিলরের ভাই ও স্বামী। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ। মালদহের ইংরেজবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাসের ভাই উত্তম দাস ও সুমন দাসের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাসের স্বামী জয়ন্ত বোস। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাস। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। দুই তৃণমূল কাউন্সিলরের এলাকা দখলের জেরে এই ঘটনা বলে কটাক্ষ করেছে বিজেপি।

