মালদা——————- ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর বেলা । দুর্ঘটনায় বাসের চালক এবং পিকআপ ভ্যানের চালক আহোত। তাদের আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল এবং কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সরকারি বাসটি গাজোল থেকে মালদা দিকে যাচ্ছিল,ওপরদিকে পিকআপ ভ্যানটি মালদা থেকে গাজোলের দিক থেকে যাচ্ছিল। সেই মূহুর্তে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় । পুলিশ এবং জাতীয় সড়কের টোলপ্লাজা কর্মীরা ক্রেন এসে গাড়ি উদ্ধার করে।

