মালদা, ১৭ মে,————————
মালদাতে শনিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস।সেই উপলক্ষ্যে শুক্রবার দুপুরে পুরাতন মালদহের বাণী ভবন টাউন লাইব্রেরির উদ্যোগে জাদুঘর দিবস পালন করা হল।এদিন এমন দিবসকে ঘিরে রবীন্দ্র মেলার আয়োজন করা হয়।সেখানে কবিগুরুর বই সহ নানা কিছু তুলে ধরা হয়।শুধু তাই নয়,মেলাতে পুরনো দিনের ক্যামেরা, চাবির রিং সহ বিভিন্ন জিনিস তুলে ধরা হয়।নাচ হয়,অঙ্কন প্রতিযোগিতা হয়।উপস্থিত ছিলেন লাইব্রেরিতে গ্রন্থাগার সুবীর কুমার সাহা,বিশিষ্ট শিক্ষাবিদ শক্তি পদ পাত্র সহ অন্যান্যরা

