মালতীপুরে দোকানে ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

-মালতীপুর দুর্গা মন্দিরের পাশে সেন জুয়েলার্স রয়েছে।দোকান মালিকের নাম গৌতম সেন।তার বাড়ি চাঁচলে।মঙ্গলবার ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই সোনার দোকানে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।এই ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন ভর সন্ধ্যায় আটজনের ডাকাতদল চারটি বাইক নিয়ে ওই সোনার দোকানে সামনে হাজির হয়।ডাকাতি করার আগে প্রথমে কয়েকটি বোমা ফাটায়।তারপর দোকান মালিককে লক্ষ করে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।গুলিবিদ্ধ হয়েছে মোট তিনজন।তাদের মধ্যে একজন দোকান মালিক,একজন স্টাফ ও একজন ক্রেতা।আর গুলি চলেছে কয়েক রাউন্ড।এরপর ক্যাশ বক্স থেকে নগদ টাকা পয়সা ও দোকানের সোনা,রুপোর অলংকার নিয়ে চম্পট দেন ওই ডাকাতদল।গুলির ঘায়ে জখমদের তাঁকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই তিনি চিকিৎসাধীন।

ডাকাতদল ঠিক কত টাকা ও কত পরিমান সোনা,রুপোর অলংকার নিয়ে পালিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।ঘটনার খবর দেওয়া হয় চাঁচল থানায়।খবর পেয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর নের্তৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন।আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,ঘটনার তদন্ত শুরু হয়েছে।চারিদিকে নাকা চেকিং চলছে।খুব শীঘ্রই সোনার দোকানে ডাকাতি কাণ্ডে অভিযুক্তদের পাকড়াও করা হবে।

এদিনের ডাকাতির ঘটনাটি চাউর হতেই মালতীপুরে প্রচুর মানুষ জড়ো হয়।ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় চরমভাবে আতংকিত মালতীপুরের বাসিন্দারা।মালতীপুরে বাসিন্দা তথা কংগ্রেস নেতা আদিত্য নারায়ণ দাস জানান,ঘটনার পর মালতীপুর এলাকার মানুষ আতংকিত।মালতীপুর জনবহুল এলাকা।জনগণের চোখের সামনেই ডাকাতদল বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে আতংকের পরিবেশ সৃষ্টি করে ওই সোনার দোকানটি লুটে নিয়ে চম্পট দিল ডাকাতদল।এতে মালতীপুরের দোকান ব্যবসায়ীরা ভয়ে আতংকিত।তাই জোরদার পুলিশি নিরাপত্তার দাবি করেছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *