মালদা:মালদহের মানিকচক ঘাটে জলকরের নামের তোলা নেওয়ার অভিযোগ। তোলা না দিলে জুটছে হুমকি! শতকরা ২০ থেকে ৩০ টাকা করে তোলা নেওয়া হচ্ছে। জেলা ও ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ মানিকচকের মৎস্য চাষীদের। যেখানে সরকারি নির্দেশিকা রয়েছে গঙ্গা নদীতে মাছ ধরতে গেলে কোনরকম কর নেওয়া যাবে না। কিন্তু মালদহের মানিকচক গঙ্গা ঘাটে দেখা যাচ্ছে সরকারের নির্দেশিকাকে অমান্য করে এক শ্রেণীর দালালরা মৎস্য জীবের কাছ থেকে জোরপূর্বক তোলা আদায় করছে বলে অভিযোগ। আর তোলা না দিলে তাদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ।
এই বিষয়ে মৎস্যজীবীরা ইতিমধ্যেই ব্লক প্রশাসন থেকে জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। এভাবে যদি তোলা নেওয়া বন্ধ না হয় তাহলে মৎস্যজীবীদের নিয়ে ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলনে নামবে বললেন বিজেপি নেতা গৌড় চন্দ্র মন্ডল।

