মালদা:———–মানিকচকে ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক ফিরে এল মালদার মানিকচকে।আবারো মানিকচকের গোপালপুর অঞ্চলের সহবত টোলা ও শান্তি মোড় এলাকায় বুধবার বিকাল থেকে চলছে ব্যাপক গঙ্গা ভাঙন। ইতিমধ্যেই ভাঙনে তলিয়ে গেছে নদীপাড়ের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি।স্বভাবতই ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।বিক্ষোভ দেখাচ্ছেন ভাঙন রোধের দাবীতে।

