হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২ই জুন: মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক আশা কর্মী ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের শুন্দেল গ্রামে। যে ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পুরো এলাকা জুড়ে । পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আশা কর্মীর নাম তুলিকা বর্মন বয়স আনুমানিক প্রায় ৩৯) স্বামী ঝুরু বর্মন তিনি পেশায় একজন হরিরামপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের শুন্দেল গ্রামের আশা কর্মী। পরিবার সূত্রে আরো জানা গিয়েছে তার বাড়িতে স্বামী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে তার সংসার কিন্তু মানসিক অবসাদ গতকাল রাত্রি দশটা নাগাদ সকলের নজর এড়িয়ে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় হরিরামপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের শুন্দেল গ্রামের ওই আশা কর্মী। যে ঘটনাটি পরিবারের লোকজনদের নজরে আসতেই তাকে তড়িঘড়ি হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই হরিরামপুর থানার পুলিশ মৃতদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে এসে ময়নাতনদের জন্য বালুরঘাট সদরে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ।
এবিষয়ে মৃতের এক আত্মীয় জানিয়েছেন, ও যে কি কারণে এমন ঘটনা ঘটালো তা আমরা বুঝে উঠতে পারছি না। ও যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমরা ভাবতেই পারছি না।

