পশ্চিমবঙ্গে মোট ৮৭৬৭টি সরকারি ও বেসরকারি পোষিত বিদ্যালয়ের মাদ্রাসাতে প্রায় ১২ লক্ষ ২৪ হাজার ছাত্র-ছাত্রীকে নবম পর্যায় সাইকেল প্রদান করা হবে। মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী পঞ্চায়েত সমিতি থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাইকেল বিতরণ করা হলো। এদিন বংশীহারী পঞ্চায়েত সমিতি এলাকার বংশীহারী হাইস্কুলে ও হরিপুর হাই মাদ্রাসার দশ জন করে কুড়িজনকে সাইকেল তুলে দেওয়া হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ। বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল সহ স্কুলের ছাত্র ছাত্রীরা ও শিক্ষকরা।
এই বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়ি থেকে নবম পর্যায়ে সাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন। তাই আমরা বংশীহারী পঞ্চায়েত সমিতি থেকে দুইটি স্কুলে কুড়ি জন ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ কর্মসূচী শুরু করলাম।

